![গোপালপুরে দুপ্রকের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/abnews-24_133336.jpg)
গোপালপুর (টাঙ্গাইল), ০২ এপ্রিল, এবিনিউজ : ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার আয়োজনে আজ সোমবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবদুল লতিফের নেতৃত্বে সূতী ভি এম পাইলট মডেল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সংগঠনের সদস্য বীরমুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, সূতী হোসেন শহীদ সোহ্রাওয়াদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সন্দিপা বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
এবিএন/এ কিউ রাসেল/জসিম/তোহা