বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শেরপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নেওয়ায় দুই শিক্ষককে অব্যহতি

শেরপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নেওয়ায় দুই শিক্ষককে অব্যহতি

শেরপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নেওয়ায় দুই শিক্ষককে অব্যহতি

শেরপুর (বগুড়া) , ০২ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার শেরপুরে এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ভিতরে প্রবেশ করার অপরাধে আজ সোমবার সকালে দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

জানাযায়, শেরপুর সরকারি কলেজের সাব কেন্দ্র শেরপুর ডিজে মডেল হাই স্কুলে আজ সোমবার সকাল ১০টায় এইচ এস সি পরীক্ষা শুরু হয়। সরকারের নিয়ম উপেক্ষা করে শেরপুর সরকারী কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক এস এম মাহমুদুল হাসানের মোবাইল ফোন একই কলেজের মনোবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোছাঃ কামরুন নাহারের ভ্যানিটি ব্যাগে রাখে। কর্তব্যরত কর্মকর্তা সহকারি কমিশনার(ভুমি) মো. লিটন সরকার কেন্দ্র পরিদর্শনে গিয়ে মোছাঃ কামরুন নাহারের নিকট মোবাইল ফোন দেখতে পায়। এ নিয়ে কেন্দ্রে কানা ঘুষা শুরু হলে তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশেক ইকবাল তালুকদার জানান, মোবাইল ফোন রাখার কারনে তাদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম জানান, অবৈধ পন্থায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রাখার অপরাধে দুই শিক্ষককেই ২০১৮ সালের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত