![হাজী দানেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইবি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/abnews-24.bb_133347.jpg)
ইবি (কুষ্টিয়া), ০২ এপ্রিল, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
আজ সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে খেলায় হাবিপ্রবিকে ১-০ গোলে হারিয়ে ‘খ’ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইবি ফুটবল দল। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে দলের পক্ষে একমাত্র গোলটি করেন রোহিত।
প্রসঙ্গত, গত ৩১মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচের মধ্যদিয়ে এ প্রতিযোগিতার শুরু হয়।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা