![প্রশ্নফাঁসের অভিযোগ ছাড়াই এইচএসসি’র প্রথম পরীক্ষা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/hsc-exam_133349.jpg)
ঢাকা, ০২ এপ্রিল, এবিনিউজ : পরীক্ষা শুরুর আগে থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে চাপা উদ্বেগ ছিল। প্রশ্নপত্র ফাঁসের শঙ্কা ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আজ সোমবার কোনো অভিযোগ ছাড়াই নির্বিঘ্নে শেষ হলো এইচএসসির প্রথম দিনের পরীক্ষা। কোথাও প্রশ্নপত্র ফাঁসের কোনো খবরও পাওয়া যায়নি। এতে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা।
নির্বিঘ্নে এইচএসসির প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় সন্তুষ্ট শিক্ষা প্রশাসনের কর্মকর্তারাও। তারা বলছেন, পরীক্ষা ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়নি এবং কোথাও কেউ কোনো অভিযোগও করেনি। এতে কর্মকর্তারা খুশি। তাদের আশা বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
রাজধানীর মতিঝিল মডেল কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়া একাধিক পরীক্ষার্থী জানান, পরীক্ষার হলে অনেক কড়াকড়ি ছিল।কিন্তু কোনো রকম ঝামেলা হয়নি। তাদের আশা বাকি পরীক্ষাগুলোও নির্বিঘ্নে দিতে পারবে।
পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থানকারী অভিভাবকেরাও বলছেন, আগের পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র ফাঁসের যেসব ঘটনা ঘটতো এবারের এইচএসসি পরীক্ষার প্রথমদিনে তেমন কিছু না হওয়ায় তারা সন্তুষ্ট। নিজেদের সন্তান-সন্তুতির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যেকোনো ভাবেই প্রশ্নপত্র ফাঁস ঠেকানো জরুরি। তাদের আশা শিক্ষামন্ত্রী এ ব্যাপারে আরো জোরালো ভূমিকা রাখবেন।
এদিকে অন্যবারের মতো ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। অনেকেই তাদের ফেসবুক পোস্টে সে নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে এমন অপচেষ্টা কেউ করার চেষ্টা করলে তাদের দ্রুত শাস্তি নিশ্চিতেরও দাবি করেছেন অনেকে।
প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছে। কেউ যেন প্রশ্নপত্র নিয়ে কোনো ভুয়া খবর ছড়াতে না পারে সে বিষযেও নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। ১৩ মে পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছয় লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র এবং ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।
এবিএন/জনি/জসিম/জেডি