![বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থী মোটরসাইকেলের ধাক্কায় নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/abnews-24.bbb_133350.jpg)
বাগেরহাট, ০২ এপ্রিল, এবিনিউজ : রবাগেরহাটের মোল্লারহাটে মোটরসাইকেলের ধাক্কায় মো. রায়হান মোল্লা (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় খুলনা-মাওয়ামহাসড়কের মোল্লাহাটউপজেলার মেঝের গাওলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে থানারউপ-পরিদর্শক (এসআই) মো. আফজালবলেন, সকালে বাগেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেল রায়হানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। রায়হানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়হান উপজেলার মেঝের গাওলা গ্রামের মো. সামছুল হক মোল্লার ছেলে এবং গাওলা সামছুল উলূম মাদ্রাসার ৩য় শ্রেণিরশিক্ষার্থী।
এবিএন/সাইফুলইসলাম কবির/জসিম/তোহা