![লালমনিরহাটে আন্তর্জাতিক প্রমীলা টি-২০ ক্রিকেটের উদ্ধোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/abnews-24.bbbb_133352.jpg)
লালমনিরহাট, ০২ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাট শেখ কামাল ষ্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে রুপালী ব্যাংক ১ম আর্ন্তজাতিক প্রমীলা টি-২০ ক্রিকেটের উদ্ধোধন হয়েছে। আজ সোমবার সকালে উদ্ধোধনী খেলায় অংশ নেয় লালমনিরহাট সুপার স্টার বনাম নেপালের আর সি ডাবলু ক্লাব। পরের খেলায় অংশ নেয় নেপালের মিলান ক্লাব বনাম সিলেটের প্রিন্সেস ক্লাব। খেলার উদ্ধোধন করেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, রুপালী ব্যাংকের রংপুর বিভাগীয় প্রধান মজিবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শাহিন আকতারসহ জেলা ক্রীড়া সংস্থার নের্তৃবৃন্দ। খেলায় নেপালের ২টি দল ও বাংলাদেশের লালমনিরহাট, সিলেট, নরসিংদি ও বিকেএসপিসহ ৬টি দল অংশ নেবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৭ এপ্রিল।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা