শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুন্দরগঞ্জে বসতবাড়িতে হামলা ও ভাংচুর: আহত ১

সুন্দরগঞ্জে বসতবাড়িতে হামলা ও ভাংচুর: আহত ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ০২ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতিরজান গ্রামে বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হয়েছে। জানা গেছে, উপজেলার সতিরজান গ্রামের মৃত ইয়াজ আকন্দের ছেলে আতোয়ার রহমানের সাথে প্রতিবেশি মৃত আফতাব উদ্দিনের ছেলে মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রোববার মোহাম্মদ আলী দলবল নিয়ে দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আতোয়ার রহমানের বসতবাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা তার বাড়ির অসংখ্যা গাছপালা কর্তনসহ ঘরের বেড়া ভাংচুর করে ভিতরে ঢুকে আসবাপত্র তননছসহ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। বাঁধা দিতে গেলে হামলা কারীদের এলোপাতারি মারপিটে ইয়ার আলী গুরুতর অসুস্থ্য হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ নিয়ে আতোয়ার রহমান বাদী হয়ে মোহাম্মদ আলীসহ ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটির তদন্ত চলছে। আসামী গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এবিএন/শাহ মো. রেদওয়ানুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত