শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বদলগাছীতে কবুলিয়তকৃত জমি বুঝে দেওয়ার দাবীতে অবস্থান কর্মসূচী

বদলগাছীতে কবুলিয়তকৃত জমি বুঝে দেওয়ার দাবীতে অবস্থান কর্মসূচী

বদলগাছীতে কবুলিয়তকৃত জমি বুঝে দেওয়ার দাবীতে অবস্থান কর্মসূচী

বদলগাছী (নওগাঁ), ০২ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে হাপুনিয়া ভূমিহীন সমবায় সমিতির সদস্যদের কবুলিয়তকৃত ১২০ বিঘা জমির দখল বুঝে দেওয়ার দাবীতে আজ সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ বদলগাছী উপজেলা শাখার আয়োজনে এক অবস্থান কর্মসূচী পালন শেষে একটি বিক্ষোভ র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন হাপুনিয়া ভূমিহীন সমবায় সমিতির সভাপতি ও জাসদ নেতা মোঃ শফিকুল ইসলাম।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে নওগাঁ জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী। বিশেষ অতিথি যথাক্রমে নওগাঁ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ মুরাদ, বদলগাছী উপজেলা জাসদের সভাপতি ফজলে মওলা এবং সাধারণ সম্পাদক আনাদুল হক রাঙ্গা ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফির উদ্দীন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা তাদের বক্তব্যে উক্ত সমিতির সদস্যদের নামীয় কবুলিয়তকৃত ১২০ বিঘা জমির দখল দীর্ঘদিন থেকে বুঝে না দেওয়ার জন্য প্রশাসনকে দায়ী করেন।

আগামী ১ মাসের মধ্যে জমির দখল বুঝে না দেওয়া হলে আমরণ ধর্মঘটের কর্মসূচী ঘোষনা করেন। বক্তরা আরও বলেন ১৯৮৯ সালে উল্লেখিত সমিতির ২৪ সদস্যের নামে আবাদপুর মৌজায় অবস্থিত ৩৭৫ বিঘা খাস জমির মধ্যে ১২০ বিঘা জমি চিরস্থায়ী বন্দবস্ত দেওয়া হলেও সরকারী দলের প্রভাবশালী কতিপয় নেতার ছত্রছায়ায় ভূমিদস্যুরা জমি অবৈধভাবে দখল করে রেখেছে। এতে করে প্রতিয়মান হয় মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল মানব উন্নয়নের বিপক্ষে তারা। তাই ভূমিহীনদের জমি দখল দ্রুত বুঝে দেওয়ার মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত