![চরইঞ্জিমানে ভুমি বিরোধের জেরে সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/songghorsho-abn_133364.jpg)
সোনাগাজী(ফেনী), ০২ এপ্রিল, এবিনিউজ : ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আবদুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ (চরইঞ্জিমান) গ্রামের মজিবুল হক ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ছাবিদ আলীর ছেলে আবদুল মান্নানের সাথে একই বাড়ির মোহাম্মদ মিয়ার ছেলে আবুল কালামের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আবুল কালাম, তার ছেলে বেলাল হোসেন, জামশেদ আলম, ভাড়াটে সন্ত্রাসি শাহীন ও ভোলা মিয়ার নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসি দেশীয় অস্ত্র নিয়ে আবদুল মান্নানের উপর অতর্কিত হামলা করলে উভয় পক্ষের সংঘর্ষে তিনি গুরতর আহত হন।
তাকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালীর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর