বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বদলগাছীতে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা )’ কমিটির অনুমোদন লাভ

বদলগাছীতে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা )’ কমিটির অনুমোদন লাভ

বদলগাছীতে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা )’ কমিটির অনুমোদন লাভ

বদলগাছী (নওগাঁ), ০২ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে “ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)” এর নব গঠিত আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় কমিটির পরামর্শে নওগাঁ জেলা কমিটি এই অনুমোদন দিয়েছে বলে উপজেলা কমিটির নেতৃবৃন্দের ভাষ্যে জানা যায়।

অনুমোদিত কমিটির সদস্য গণ হলেন, মোঃ মনিরুজ্জামান (আহবায়ক), মোঃ হাসানুজ্জামান (যুগ্ম-আহবায়ক),মোছাঃ হাসিনে জান্নাত (যুগ্ম-আহবায়ক),মোঃ গোলাম মোস্তফা (সদস্য),আব্দুস সালাম (সদস্য), মোঃ দুলাল হোসেন (সদস্য),মোঃ সাইদুর রহমান (সদস্য),মোঃ রুহুল আমিন (সদস্য) এবং মোছা. চায়না বেগম (সদস্য)। এই কমিটি কেন্দ্রীয় কর্মসূচীর পাশাপাশি স্থানীয় ভাবে পরিবেশ রক্ষার জন্য কর্মসূচী বাস্তবায়ন করবে বলে জানা যায়। ইতিমধ্যে নব গঠিত এই কমিটিকে সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

এবিএন/হাফিজার রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত