সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘নির্বাচন আসলেই প্রধানমন্ত্রী ধার্মিক হয়ে যায়’

‘নির্বাচন আসলেই প্রধানমন্ত্রী ধার্মিক হয়ে যায়’

‘নির্বাচন আসলেই প্রধানমন্ত্রী ধার্মিক হয়ে যায়’

ঢাকা, ০২ এপ্রিল, এবিনিউজ : জাতীয় নির্বাচন এলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধার্মিক হয়ে যান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গতকাল প্রধানমন্ত্রী চাঁদপুরের এক জনসভায় বলেছেন- নুহ নবীর সময় এই নৌকা সবাইকে বিপদ থেকে রক্ষা করেছিল।’ প্রধানমন্ত্রীর এ বক্তব্যর প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, সবাই জানে- নির্বাচনের সময় এলেই আপনি ধার্মিক হয়ে যান।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী, হেফাজতের রক্তাক্ত ঘটনার কথা মানুষ এখনও ভুলে যায়নি। সরকারি ফরমান জারি করে জুমার নামাজে মসজিদে মসজিদে খুতবা পরিবর্তন করেছেন। দাড়ি-টুপি দেখলেই আইনশৃঙ্খলা বাহিনী মসজিদে মসজিদে ঢুকে নামাজরত বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করেছে। মসজিদের ইমাম সাহেবদের নির্দেশ দেওয়া হয়েছে, আওয়ামী চেতনায় মোনাজাত করতে। আওয়ামী লীগ ছাড়া বিরোধী দলীয় কেউ যদি মারা যায় বা মৃত কারও নামে দোয়া চাওয়া হয়, তাহলে ইমাম সাহেবদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। অথচ সেই প্রধানমন্ত্রী ধর্মীয় কাহিনী বলে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত