শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে চুরি হওয়া ৬টি গরু উদ্ধার: আটক ১

গফরগাঁওয়ে চুরি হওয়া ৬টি গরু উদ্ধার: আটক ১

গফরগাঁও (ময়মনসিংহ), ০২ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে চুরি করা ছয়টি গরুসহ জালাল উদ্দিন(৫০) নামে এক গরু চোরকে আটক করেছে পাগলা থানা পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল রবিবার সন্ধায় উপজেলার পাগলা থানাধীন মুখী গ্রামে। আটক গরু চোর জালাল উদ্দিন পার্শ্ববর্তী ভালুকা উপজেলার মোহাম্মদপুর গ্রামের কাজীম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

থানা সূত্রে জানা যায়, গরু চোর জালাল উদ্দিন দীর্ঘদিন যাবত রাতে বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে উপজেলার মুখী গ্রামের শাহ মিসকিন মাজার সড়ক এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আলম মিয়ার বাড়িতে রাখতো।

পরে গোপনে রাতের অন্ধকারে চুরাইকৃত গরু অন্যত্র নিয়ে বিক্রি করতো। গত রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানার এস আই আব্বাস আলী সঙ্গীয় ফোর্সসহ মুখী গ্রামের আলম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গরু চোর জালাল উদ্দিনকে আটক করেন। এ সময় আলম মিয়ার গোয়াল ঘর থেকে তিনটি ষাড়, একটি বকনা বাছুর ও বাছুর সহ একটি গাভী উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত গরুসহ চোর জালালকে পুলিশ পাগলা থানায় নিয়ে আসে।

এস আই আব্বাস আলী বলেন, অনেক দরিদ্র কৃষকের বেচে থাকার একমাত্র অবলম্বন হলো তার গরু। গরু চুরি যাওয়া মানে দরিদ্র কৃষকে পঙ্গু করে দেওয়া। গরু চোর জালাল আলমের সাথে যোগ সাজসে গরু চুরি করে আসছিল।

উল্লেখ্য, উপজেলার পাগলা থানার বিভিন্ন এলাকায় ব্যাপক গরু চুরির প্রবনতা বিদ্যমান থাকায় কৃষকরা গরু রক্ষা করতে বসত ঘরে গরু রাখেন অথবা গোয়াল ঘরে গরুর সাথে রাত্রি যাপন পর্যন্ত করেন।

পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া এবং পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত অন্য চোরদের ধরার অভিযান চলছে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত