জগন্নাথপুর (সুনামগঞ্জ), ০২ এপ্রিল, এবিনিউজ : জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ,জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের ব্লাকপুল সেন্টাল মসজিদ কমিটির ট্রেজারার তোফায়েল আহমদ চৌধুরী,
বিআরডিবি কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা একাডেমিক কর্মকর্তা অরুপ কুমার রায়,প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল, রাজনীতিবিদ আবদুল মনাফ, শিক্ষক বিশ্বজিত, ইমাম মাওঃফজলুল করিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন, রেহেনা বেগম,আবদুল হক গৃহিনী শিউলী আক্তার, শিক্ষার্থী শাম্মী আক্তার, শাহ রাকিবুল হুদা, প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির জগন্নাথপুর উপজেলা সাধারন সম্পাদক মাওঃ নিজাম উদ্দিন জালালী জানান ২৬ শে মার্চ থেকে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী পালনে সরকারী কর্মকর্তা , জনপ্রতিনিধি, সাংবাদিক , বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সহযোগিতায় সুন্দর ও সফল ভাবে সম্পূর্ন হয়েছে।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/তোহা