![টাঙ্গাইলের সন্তোষে বাজার কমিটির মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_133381.jpg)
টাঙ্গাইল, ০২ এপ্রিল, এবিনিউজ : টাঙ্গাইলে সন্তোষ পীর শাহ্ জামান বাজার কমিটির উপদেষ্টা হেলাল খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাজার কমিটির উদ্যোগে সন্তোষ বাজারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সন্তোষ বাজার কমিটির সভাপতি বাবু প্রদীপ কুমার, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী ফুলচাঁন, মিজানুর রহমান, ফয়েজ উদ্দিন, মোমিনুল ইসলাম, সদর থানা ছাত্রদলের আহবায়ক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে পীর শাহ্ জামান বাজার কমিটির উপদেষ্টা হেলাল খানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। তানা হলে বাজারের সকল দোকানপাট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হবে বলে ঘোষনা দেন তারা । এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকষর্ণ করেন তারা। উল্লেখ্য গতকাল রবিবার উপদেষ্টার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা