রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • রংপুরের নিখোঁজ আইনজীবীকে উদ্ধারের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন

রংপুরের নিখোঁজ আইনজীবীকে উদ্ধারের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন

রংপুরের নিখোঁজ আইনজীবীকে উদ্ধারের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জ, ০২ এপ্রিল, এবিনিউজ : রংপুরের বিশিষ্ট আইনজীবী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক নিখোঁজ এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে উদ্ধারে দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জে পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দিরের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, বাসদ নেতা নব কুমার কর্মকার, পুজা উদযাপন পরিষদের জাতীয় কমিটির সদস্য ও নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুন, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সনজয় সাহা, সহ-সভাপতি বিজয় দত্ত অলোক, যুগ্নসম্পাদক সুকান্ত সেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, সহ-সভাপতি প্রকৌশলী চন্দন পাল, পুজা উদযাপন পরিষদের সদর থানা শাখার যুগ্ন আহবায়ক স্বপন সান্যাল প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচী থেকে অবিলম্বে বাবু সোনাকে উদ্ধারের জন্য সরকারের কাছে দাবী জানানো হয়।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত