শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বিশ্ব অটিজম দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি

বিশ্ব অটিজম দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি

লক্ষ্মীপুর, ০২ এপ্রিল, এবিনিউজ : লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ১১ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। “নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন” এ শ্লোগান নিয়ে আজ সোমবার সকালে দিবসটি পালন করা হয়। সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে সভায় মিলিত হয়।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ। এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।

এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত