শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষ্মীপুরে শিশু ছাত্রীকে নির্যাতনের চেষ্টা : শিক্ষক আটক

লক্ষ্মীপুরে শিশু ছাত্রীকে নির্যাতনের চেষ্টা : শিক্ষক আটক

লক্ষ্মীপুরে শিশু ছাত্রীকে নির্যাতনের চেষ্টা : শিক্ষক আটক

লক্ষ্মীপুর, ০২ এপ্রিল, এবিনিউজ : লক্ষ্মীপুরে ৭ বছর বয়সী শিশু ছাত্রীকে নির্যাতনের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। তার নাম আবদুল জলিল ওরফে সুলতান। তিনি ইসলামিক ফাউন্ডেশনের ইসলাম ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক ।

গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এসময় ওই শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরআগে সকাল ১১ টার দিকে ওই ইউনিয়নের পশ্চিম চরমনসা শিক্ষা কেন্দ্রে শিশু ছাত্রীকে নির্যাতনের চেষ্টার অভিযোগে শিক্ষককে আটক করে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় আবদুল জলিল শিশুকে নির্যাতনের চেষ্টা করে। এসময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখে। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে আটক করে। এসময় উত্তেজিত লোকজন তাকে মারধর করে। খবর পেয়ে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মানিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ও ভিকটিমকে উদ্ধার করে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত