বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রংপুরের আইনজীবী অপহরণের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

রংপুরের আইনজীবী অপহরণের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

রংপুরের আইনজীবী অপহরণের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট, ০২ এপ্রিল, এবিনিউজ : রংপুর জেলা বিশেষ জজ আদালতের পিপি আইনজীবি রথীশ চন্দ্র ভৌমিক অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে লালমনিরহাটের আইনজীবীরা। আজ সোমবার জেলা আইনজীবী সমিতির ব্যানারে লালমরিহাট-বুড়িমারী মহাসড়কে সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি ও সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, জেলা পরিষদ চেয়ারম্যান সিনিয়র আইনজীবী মতিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির সম্পাদক পিপি আকমল হোসেন আহমেদ, সিনিয়র আইনজীবি ময়জুল ইসলাম ময়েজ, নজরুল ইসলাম রাজু, আশরাফ হোসেন বাদল, দুদকের আইনজীবী মশিয়ার রহমান ও আইনজীবী শরিফুল ইসলাম রাজু। মানববন্ধনে বক্তাগণ অপহৃত বিজ্ঞ আইনজীবীকে অবিলম্বে খুঁজে বের করে অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত