বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
সিসি ক্যামেরার আওতায়

বাউফলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বাউফলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বাউফল (পটুয়াখালী), ০২ এপ্রিল, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের এর উদ্যেগে স্থানীয় এমপি ও জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এবং উপজেলা পরিষদের সহযোগিতায় আজ সোমবার নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠভাবে নেওয়ার লক্ষে এইচএসসি ৩ ভেনুতে ৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র ও মাদরাসা আলিম কোরআন মজিদ ৩টি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা শুরু হয়েছে ।

সদ্য সমাপ্ত প্রথমবারের মত এসএসসি ও সমমানের পরীক্ষা উপজেলার সকল কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামন । তার জন্য তিনি ২৬ ফ্রেব্রœয়ারি পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন এবং জেলা প্রশাসক কর্তৃক গত ১৩ মার্চ তারিখ পুরস্কার গ্রহন করেন ।

বাউফলের দৃষ্টান্ত দেখে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা সিসি ক্যামেরার আওতায় নেওয়া হচ্ছে বলে পত্রিকার মাধ্যমে জানা যায়। মাদরাসা থেকে ৭৩১ জন ও কলেজ থেকে ৩৫৫০ জন মোট ৪২৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে ।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত