![দুর্গাপুরে অটিজম সচেতনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_133404.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ০২ এপ্রিল, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী সংস্থা পপি সিডস্ প্রোগ্রাম এর উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ‘‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন - হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’’ প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালী শেষে বিরিশিরি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পপি সিডস্ উপজেলা কোর্ডিনেটর হাজং সুমন রায়, অন্যদের মধ্যে আলোচনা করেন পপি সিডস্ এফ.এফ উসমান গনি, সাংবাদিক ধ্রুব সরকার, বিজন কৃষ্ণ রায় প্রমুখ।
বক্তারা বলেন, অটিজম সম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাঁদের অবহেলা করা যাবেনা। এ সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা