![গোবিন্দগঞ্জে বৈধ কাগজপত্র থাকা সত্বেও পাটবীজ আটকের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/gobindogoang-map_133405.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ০২ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রামমাণ আদালত কর্তৃক বৈধ কাগজ পত্র থাকা সত্বেও পাটবীজ আটকের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ হাটের এন.সি.ডি.পি র্মাকেটের পশ্চিম পার্শ্বে মৃত্যু ঠান্ডু মিয়ার গুদামে বিজিপি ফুলবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নয়শত বস্তা ভারতীয় পাটবীজ উদ্ধারসহ মুকুল নামের এক ব্যক্তিকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল মোমিন ও মুকুল মিয়া পৌর এলাকার কালিকাডোবার আব্দুল গনি মিয়ার পুত্র।
পাট বীজের মালিক আব্দুল মোমিন ঘটনার সময় উপস্থিত না থাকায় তার ছোট ভাই মুকুল আটক কৃত বীজ তাদের বলে দাবি করেন। কিন্তু ঐ সময় বীজ ক্রয়ের প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রশাসন মুকুল মিয়া (৩০)কে আটক করে। এবং ২ বস্তা পাট বীজ নমুনা সরুপ থানায় নিয়ে এসে বীজ মালিক আ. মোমিন ও মুকুলকে আসামি করে মামলা দায়ের করে। অবশিষ্ট ৮৯৮ বস্তা পাট বীজ শুল্ক কার্যালয় দিনাজপুরে জমা দিয়েছে।
এদিকে বীজ মালিক মোমিন জানান, আটক বীজের বৈধ কাগজ মুলে আমদানি করেছেন যাহা গত ২৭ মার্চ/১৮ইং মেসাস্ টি এফ ট্রেডিং আমদানি ও রফতানি কারক সি এন্ড এফ এজেন্ট বুড়িমারী পাটগ্রাম। ভারতের পাট বীজ এল সি নং-০৩১৪ তারিখ-২২-০৩-১৮। বীজের পরিমাণ ১৭.৬৫০ মে:টন। অন এগ্রো সাইন্স জয়পুর হাট থেকে ২৮-০৩-১৮ইং তারিখে ৭ মে.টন, ৩১-০৩-১৮ মেসার্স টি এফ ট্রেডিং বুড়িমারী পাটগ্রাম ২৬.৩৫০ মে:টন যাহার এল সি নং-৩০৮ মে.টন গোবিন্দগঞ্জ মদিনা বীজ ভান্ডার ক্রয় করে। উক্ত বীজ গুলি ট্রাক যোগে আনার পর গুদাম জাত করা হয় এবং না দেখার কারণে বীজ গুলি আংশিক মেয়াদ উর্ত্তীণ কি না জানা যায়নি।
এদিকে একটি মহল ব্যবসায়িক ক্ষতি সাধনসহ সামাজিক ভাবে হেয় করার উদ্দেশে প্রশাসনকে প্রভাবিত করে আমার গুদামে অভিযান পরিচালনা করেছে।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এমসি