বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দেবহাটায় এইচএসসি পরীক্ষার ১ম দিন অনুপস্থিত ৫

দেবহাটায় এইচএসসি পরীক্ষার ১ম দিন অনুপস্থিত ৫

দেবহাটা (সাতক্ষীরা), ০২ এপ্রিল, এবিনিউজ : দেবহাটায় সারাদেশের ন্যায় আজ সোমবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েচে। ১ম দিনের পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে কোন বহিষ্কার ছাড়াই সম্পন্ন হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আর আসাদ পরিদর্শনের পাশাপাশি সার্বক্ষনিক মনিটরিং করেন। এছাড়া ভিজিল্যান্স টিমগুলোও পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট জানান, উপজেলা মোট পরীক্ষার্থী ছিল ৭শত ৬১ জন। মোট ৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তার মধ্যে দেবহাটা কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৩৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৩৬ ও অনুপস্থিত ছিল ২ জন পরীক্ষার্থী। সখিপুর কেবিএ কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৯১ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৯০ ও অনুপস্থিত ছিল ১ জন পরীক্ষার্থী। সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৩২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪৩০ ও অনুপস্থিত ছিল ২ জন পরীক্ষার্থী। এইচসি পরীক্ষার সোমবার ছিল বাংলা ১ম পত্র পরীক্ষা। পরীক্ষার কেন্দ্রগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ পরিদর্শন ও তদারকী করেন। কোন কেন্দ্রে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বা কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি বলে জানা গেছে।

এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত