শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শৈলকুপায় বিশ্ব অটিজম সচেতনা দিবস পালিত

শৈলকুপায় বিশ্ব অটিজম সচেতনা দিবস পালিত

ঝিনাইদহ, ০২ এপ্রিল, এবিনিউজ : ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে পৌর এলাকার ঝাউদিয়ায় বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুর রশিদ বিশ্বাস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

আবাইপুর ইউনিয়ন চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা ও সম্পাদক শিহাব মল্লিক, শ্রমিক নেতা আজমত আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আবিদুল ইসলাম। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে ঔষধি গাছ রোপন করা হয়।

এর আগে সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষ্যে কবিরপুর সরকারি প্রাথমিক মডেল বিদ্যালয়ের শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে উদ্বোধণ ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত