শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

গাইবান্ধা, ০২ এপ্রিল, এবিনিউজ : ১১ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ সোমবার গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান মলি¬ক, ফরিদা ইয়াসমিন, ইদ্রিস আলী, জিয়াউর রহমান, আকতার হোসেন, রেজাউল আহমেদ, আব্দুল আউয়াল, জাহেদুল ইসলাম, হুমায়ন কবির প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে উপর্যুক্ত পরিবেশ ও পরিচর্যা দিলে তারা সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তাদের প্রতি সহানুভুতি ও যতœশীল হতে সকলের প্রতি আহবান জানান।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত