![কয়রায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/koyra_133431.jpg)
কয়রা (খুলনা), ০২ এপ্রিল, এবিনিউজ : উপজেলার ৩টি কলেজ, ৭টি মাদরাসা ও ১টি কাগিগরি বিএম শাখার ১ হাজার ৩শ’ ৪২ জন ছাত্র ছাত্রী গতকাল ২ এপ্রিল শুরু হওয়া ২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রথম দিনের বাংলা প্রথমে পত্রের পরীক্ষায় কপোতাক্ষ মহাবিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্রকোড ২১৮) ৪৬২ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছেন। অনুপস্থিত ছিল ৩ জন শিক্ষার্থী।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ অদৃশ আদিত্য মন্ডল জানিয়েছেন, কপোতাক্ষ মহাবিদ্যালয় ও কয়রা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। খান সাহেব কোমর উদ্দিন মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে (কেন্দ্র কোড ৩৯৯) ৪২৯ জন ছাত্র ছাত্রী প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ১ জন অনুপস্থিত ছিল শিক্ষার্থী।
এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ ড. চয়ন কুমার রায় জানিয়েছেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আলিম পরীক্ষায় কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসা কেন্দ্রে (কোড ৪৩৭) ৭টি মাদরাসার ২২৫ জন ছাত্র ছাত্রী প্রথম দিনের কোরান শরীফ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৬ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ আলহাজ মোস্তফা আব্দুল মালেক জানিয়েছেন সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে মাদরাসার ছাত্র ছাত্রীরা আলিম পরীক্ষার প্রথম দিন অতিবাহিত করেছে। কারিগরি বিএম শাখার প্রথম দিনের বাংলা পরীক্ষায় কপোতাক্ষ মহাবিদ্যালয় কেন্দ্রে ১শ’ এবং খান সাহেব কোমর উদ্দিন মহাবিদ্যালয় কেন্দ্রে ১শ’ ১৬ জন ছাত্র ছাত্রী সকাল ও বিকেলের পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।
কপোতাক্ষ মহাবিদ্যালয় কেন্দ্রে ইউএনও’র প্রতিনিধি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. বাহাউল ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, খান সাহেব কোমর উদ্দিন মহাবিদ্যালয় কেন্দ্রে মৎস্য অফিসার মো. আলাউদ্দিন ও মাদরাসা পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহসিন আলম সার্বিক দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন।
এবিএন/শাহীন/জসিম/এমসি