বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পরীক্ষা কেন্দ্রে মোবাইল নেওয়ার দায়ে ৩ শিক্ষককে অব্যহতি

পরীক্ষা কেন্দ্রে মোবাইল নেওয়ার দায়ে ৩ শিক্ষককে অব্যহতি

পরীক্ষা কেন্দ্রে মোবাইল নেওয়ার দায়ে ৩ শিক্ষককে অব্যহতি

লালমনিরহাট, ০২ এপ্রিল, এবিনিউজ : পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের অপরাধে লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন কলেজের ৩ শিক্ষককে পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ সোমবার এইচএসসি’র বাংলা ১ম পত্র পরীক্ষার সময় লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের নির্দেশ পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল আলম ওই শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তাঁরা চলমান পরীক্ষায় আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

শিক্ষকরা হলেন- পাটগ্রাম সরকারি কলেজের আসমা খাতুন, পৌর টেকনিক্যাল কলেজের নাজমুল হুদা ও নর্থ বেঙ্গল টেকনিক্যাল কলেজের মাহাবুব হোসেন বসুনিয়া।

পাটগ্রাম পৌর টেকনিক্যাল বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রের সচিব সেকেন্দার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল আলম বলেন, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন সঙ্গে নিয়ে দায়িত্ব পালন পুরোপুরি নিষেধ। প্রশ্ন ফাঁস ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়ে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত