শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যাহার

বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যাহার

বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যাহার

হবিগঞ্জ, ০২ এপ্রিল, এবিনিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) জাকির হোসেনকে দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটিকে প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো বখাটে বাবুল মিয়া। অতিষ্ঠ হয়ে বিউটির বাবা-মা বাবুলের আত্মীয়-স্বজনদের কাছে বিচার চান। এতে বাবুল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে গত ২১ জানুয়ারি বিউটিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় বাবুল ও তার সহযোগীরা। পরে কৌশলে বিউটিকে তার বাড়িতে রেখে বাবুল পালিয়ে যায়।

এর প্রায় এক সপ্তাহ পর গত ১ মার্চ বিউটির বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল ও তার মা ইউপি সদস্য কলমচানকে আসামি করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। গত ৪ মার্চ আদালত শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি পাঠায়।

গত ১৬ মার্চ সায়েদ আলী বিউটিকে তার নানার বাড়ি লাখাই উপজেলার গুনিপুর গ্রামে পাঠিয়ে দেন। মামলা করায় ওই দিন রাতেই আবার বিউটি নিখোজ হয়। পরদিন ১৭ মার্চ সকালে পুরাইখোলা হাওরে বিউটির লাশ পাওয়া যায়। বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে গত ১৭ মার্চ তার বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল মিয়াসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর ২১ মার্চ পুলিশ বাবুলের মা কলম চান ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইসমাইলকে আটক করে। এরপর ৩১ মার্চ সিলেট থেকে প্রধান আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। পরে গতকাল রবিবার আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত