রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ১ম দিন ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ১ম দিন ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ১ম দিন ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত

পাইকগাছা (খুলনা), ০২ এপ্রিল, এবিনিউজ : খুলনার পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে উপজেলার ৬টি কেন্দ্র ও ৪টি ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রথম দিন ১ হাজার ৯শ’ ৯৬ পরীক্ষার্থীদের মধ্যে ২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে পরীক্ষা চলাকালিন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান জানিয়েছেন।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা কলেজ কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩ জন, অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ১৩৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন।

অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও কপিলমুনি-হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৪৩৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন।

অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউশন কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৪০৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৭, অধ্যক্ষ প্রণব কুমার গাইন জানান, গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্র ৪৭৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ ও আলমশাহী ইনস্টিটিউট বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৪৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত