![বন্দরে মানবাধিকার কমিশনের নতুন কমিটির অনুমোদন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/committee_abnews_133452.jpg)
বন্দর (নারায়ণগঞ্জ), ০২ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) বন্দর শাখার নব গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে বন্দরের গিয়াস উদ্দিন চৌধুরী মডেল একাডেমীতে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএইচআরসি’র ঢাকা দক্ষিণ অঞ্চলের গর্ভণর ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কে ইউ আকসির। তিনি সদস্যদের মধ্যে আইডি কার্ড ও ক্রেস্ট বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, বিএইচআরসি’র নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান রুমি ও সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শহীদুল আলম বুলবুল প্রমুখ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর বন্দরের ১৭ জনের কমিটি দুই বছরের জন্য অনুমোদন দিয়েছেন। বন্দর কমিটির সভাপতি হলেন হাসিনা পারভীন ও সাধারণ সম্পাদক হলেন আলী আকরাম তারেক।
কমিটির অন্যান্যরা হলেন- আতিক আহমেদ সিদ্দিকী, আবু মুছা মো. সালেহ, সালাউদ্দিন, দেলোয়ার হোসেন খান, হানিফ, মো. কামরুজ্জামান, সমীরন মাতাব্বর, সেলিম মিয়া, সোহেল মিয়া, মো. আফছার, ছালিমা হোসেন, দেলোয়ার হোসেন, নিয়াজ আহাম্মদ, মনিরুল ইসলাম, মায়ানূর আহমেদ মায়া ও তৌফিকুল ইসলাম।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি