শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ধুনটে দুর্বৃত্তদের আগুনে বিধবার দোকান পুড়ে ছাই

ধুনটে দুর্বৃত্তদের আগুনে বিধবার দোকান পুড়ে ছাই

ধুনটে দুর্বৃত্তদের আগুনে বিধবার দোকান পুড়ে ছাই

ধুনট (বগুড়া), ০২ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার ধুনটে দুর্বৃত্তদের লাগানো আগুনে কান্তনগর চরপাড়া গ্রামের সালেহা বেগম নামের এক বিধবা মহিলার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে ওই বিধবা এখন পথে বসার উপক্রম হয়েছে।

ক্ষতিগ্রস্তরা সালেহা বেগম বলেন, উপজেলার এলাঙ্গী গ্রামীন ব্যাংক থেকে ২০ হাজার টাকা ও নান্দিয়ারপাড়া ব্রাক এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে কান্তনগর চরপাড়া এলাকায় একটি মুদির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে করে আসছিলাম।

প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। গভীর রাতে কে বা কাহারা আমার দোকানে আগুন ধরিয়ে দেয়। এতে দোকান ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত