![আশাশুনির শান্তিপূর্ণ পরিবেশে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/exam_abnews_133463.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ০২ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলার ৬টি এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
আজ সোমবার সুষ্ঠু ও নকলমুক্তি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হয়।
আশাশুনি উপজেলার ৬টি কেন্দ্রের মধ্যে ৩টি এইচএসসি, ১টি এইচএসসি (বিএম) ও ২টি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে। এইচএসসি কেন্দ্র আশাশুনি ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১০ জন, আশাশুনি মহিলা কলেজ কেন্দ্রে ৪৩৫ জনের মধ্যে ৪৩৪ জন ও দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৭৯৯ জনের মধ্যে ৭৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
আশাশুনি এইচএসসি (বিএম) কেন্দ্রে ১৬০ জনের মধ্যে ১৫৯ জন পরীক্ষা দিয়েছে। আলিম পরীক্ষা কেন্দ্র আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ১৮৪ জনের মধ্যে ১৭৯ জন ও গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ১৫৫ জনের মধ্যে ১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান একরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমত, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, ভিজেল্যান্স টিম সদস্য দীজেন কুমার মিত্রসহ বিভিন্ন কর্মকর্তা সকল কেন্দ্র পরিদর্শন করেন। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি