শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে আটক ৩

গফরগাঁওয়ে ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে আটক ৩

গফরগাঁও (ময়মনসিংহ), ০২ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ছাদে ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে আটক করেছে গফরগাঁও রেলওয়ে পুলিশ।

ঘটনাটি আজ সোমবার বিকেল ৪টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকা গামী বলাকা ট্রেনে। পরে আটক জনি মিয়া (১৯), আনারুল (১৮) ও অনন্ত (১৮)কে ময়মনসিংহ রেলওয়ে থানায় প্রেরণ করা হয়েছে।

ট্রেন যাত্রী ও গফরগাঁও জিআরপি ফাঁড়ি সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী বলাকা ট্রেনটি ময়মনসিংহ ষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি ফাতেমা নগর পার হওয়ার সময় ছাদে ভ্রমনরত যাত্রী গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের হানু মিয়া ছিনতাইকারীর কবলে পরেন। এ সময় বাধা দেওয়ায় ছিনতাইকারীরা হানু মিয়াকে মারধর করে।

পরে ট্রেনটি গফরগাঁও ষ্টেশনে দাঁড়ালে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গফরগাঁও জিআরপি ফাড়ি পুলিশ রাঘাইচটি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জনি মিয়া, শিলাসী গ্রামের শহিদুল ইসলামের ছেলে অনন্ত ও আমান আলীর ছেলে আনারুলকে আটক করে।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম খান বলেন, ছিনতাইয়ের অভিযোগে আটককৃতদের ময়মনসিংহ রেলওয়ে থানায় প্রেরণ করা হয়েছে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত