রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

কটিয়াদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী শীতলী মেলা

কটিয়াদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী শীতলী মেলা

কটিয়াদী (কিশোরগঞ্জ), ০৩ এপ্রিল, এবিনিউজ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসেরগাঁও ২৩৬তম ঐতিহাসিক শীতলী মেলা জমে উঠেছে। গত শনিবার থেকে শুরু হয়েছে এই মেলা।

জনশ্রুতিতে আছে, বাঙলা চৈত্র মাসের ১৭ তারিখ থেকে শীতলী মায়ের পূঁজার মাধ্যমে এই মেলা শুরু হয়। মেলা উপলক্ষে মাটির খেলনা, প্লাস্টিকের খেলনা, মিষ্টির দোকান, মেয়েদের রুপচর্চার সামগ্রী, গার্মেন্টস সামগ্রী, দা-বটির দোকান, নাগর দোলা, সবজি, ডালপুরী, কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রেতারা পশর সাজিয়ে বসে।

মেলার দর্শনার্তী ওমর ফারুক বলেন, পুরনো ও ঐতিহ্যবাহী এই মেলার কারনে বনগ্রামসহ আশেপাশের গ্রামগুলোতে আত্মীয়-স্বজনরা তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং এই মেলার শেষদিন পর্যন্ত অবস্থান করেন।

বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন বলেন, মেলা উপলক্ষে প্রতি বছরই এই এলাকায় এক উৎসব বিরাজ করে। স্থানীয় চাকুরিজীবিরা ছুটি নিয়ে মেলা উপলক্ষে বাড়ি আসে। অনেক দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ, শিশু, কিশোর, যুবক, তরুণ, বৃদ্ধ সকলের মেলায় সমাগম ঘটে। মেলা চলবে আগামী বৃহষ্পতিবার পর্যন্ত।

এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত