![ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/dead_abnews_133480.jpg)
ময়মনসিংহ, ০৩ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহ সদর দর উপজেলার চর সিরতা ইউনিয়নের জয়বাংলা বাজারে গতকাল সোমবার পূর্ব শত্রুতার জেরধরে নির্মমভাবে আবুল কাশেম (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
কাশেম চর ভবানীপুর এলাকার আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মমসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা যায়, গতকাল সোমবার দুপুরে বিশেষ কাজে নিহত কাশেম ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে স্থানীয় আলমগীর, টিটু, জনি, জামাল ও সিদ্দিকসহ আরও অজ্ঞাত কয়েকজন যুবলীগের নেতাকর্মীরা কাশেমের পথরোধ করে। পরে কাশেমকে তারা ধরে নিয়ে যায় জয়বাংলা বাজারে। সেখানে নেয়ার পর দুই লক্ষ টাকা দাবি করে।
এসময় টাকা না পেয়ে দিনভর নির্মমভাবে বেধরক পিটিয়ে পা ভেঙে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পিটানোর সময় সাধারণ মানুষ ফিরাতে গেলে তাদেরকেও হত্যার ভয় দেখায় তারা। এক পর্যায়ে কাশেমের অবস্থা গুরতর দেখা দিলে তারা তাকে ফেলে রেখে চলে যায়। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মমেক হাসপাতালের ৯নং ওয়ার্ডে ভর্তি করলে চিকিৎসকরা কাশেমকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের পরিবারের দাবি, গত দুই দিন আগে চর সিরতা ইউনিয়নের চর ভবানিপুরের কড়ইতলা এলাকায় ভাড়ায় চালিত দুই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এসময় অপর মটরসাইকেল আরোহী আলমগীর ও টিটু ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভারকে মারতে যায়। এতে কাশেম বাধাঁ দিতে গেলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেসময় তারা উল্টো কাশেমকেও মারপিট করতে চায়। পরে স্থানীয় লোকজন মিমাংসা করে উভয় পক্ষকে বুজিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরই জের ধরে কাশেমকে হত্যা করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মমসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রাতেই এ ঘটনার সাথে জরিত ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামীদেরও নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি