রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

এ বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ

এ বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ

ঢাকা, ০৩ এপ্রিল, এবিনিউজ : চলতি ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। যেখানে চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ৭ দশমিক ৪ শতাংশ। গত ২০১৬-১৭ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২ শতাংশ।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জানা গেছে, চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ দাঁড়াবে যেটার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ৪ শতাংশ। তবে অর্জন লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাচ্ছে বলেই বৈঠকে জানান পরিকল্পনামন্ত্রী। এ ছাড়া আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৬১০ ডলার।

একনেক বৈঠক শেষ হলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত