![সদরপুর মহিলা কলেজের সভাপতি অ্যাড. লিপু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/ad_abnews_133492.jpg)
ফরিদপুর, ০৩ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হিসেবে নিয়োগ পেলেন অ্যাড. শায়েদীদ গামাল লিপু। তিনি ইতিপূর্বে ওই কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
অ্যাড. শায়েদীদ গামাল লিপু জানান, রোববার বিকালে জাতীয় বিশ্ববিদালয়ে কর্তৃপক্ষের এক পত্রের মাধ্যমে জানতে পেরেছি, আবারও সদরপুর মহিলা কলেজের সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে থেকে চলতি বছরে ডিগ্রীতে রুপান্তরিত হওয়ার পরেই প্রথম সভাপতি হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সরদরপুর মহিলা কলেজ অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, মঙ্গলবার পর্যন্ত সভাপতি নিয়োগের চিঠি পাইনি, তবে মোখিকভাবে জেনেছি আগের সভাপতিকে পূর্নরায় ওই পবে বহাল করা হয়েছে।
উল্লেখ্য, অ্যাড. শায়েদীদ গামাল লিপু ফরিদপুর -৪ আসনের সাবেক এমপি অ্যাড. মোশাররফ হোসেন ও সালেহা মোশাররফের পুত্র। তিনি ফরিদপুর জেলা পরিষদের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও তিনি ফরিদপুর জর্জ কোটের সরকারি আইন কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি