![প্রশ্নফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে র্যাব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/maymenshing-rab-atok_133495.jpg)
ময়মনসিংহ, ০৩ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহেরর র্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে প্রশ্নফাস সংক্রান্ত প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে । শেরপুর জেলার নালিতাবাড়ির গরকান্দা থেকে চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নফাস সংক্রান্ত প্রতারক চক্রের সদস্য মোঃ ফরহাদ(১৯) কে গ্রেফতার করেছে র্যাব ।
গ্রেফতারকৃত ফরহাদ ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন এ্যাপস ব্যবহার করে এসএসসি সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাস করে অাসছিলো । প্রাথমিক জিজ্ঞাসাবাদে অাটক ফরহাদ জানিয়েছে, সে প্রশ্নফাস সংক্রান্ত প্রতারক চক্রের সাথে জড়িত ।
র্যাব ১৪ এর সহকারী পরিচালক মোঃ হাফিজুল ইসলাম বাবু জানান, গ্রেফতারকৃত ফরহাদের বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অাইনের ২০০৬ এর ৫৭(২) ধারা মোতাবেক মামলা করা হয়েছে ।
এবিএন/মো:মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্ঝর