![বাকলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন: গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/bakalia-chottogram_133501.jpg)
চট্টগ্রাম, ০৩ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার তত্তারপুল এলাকায় ছুরিকাঘাতে খুন হন দর্জি দোকানের কর্মচারী সাইফুল আলম সাকিব।
গতকাল সোমবার গভীর রাতে আলিয়া স্টোর বিল্ডিংয়ের সামনে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনির হোসেন নামে একজনকে গ্রেফতার অপর দুজনের তথ্য নিয়ে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছেন বলে জানিয়েছেন পুলিশ।
সাকিব কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের শাহ আলম সওদাগরের ছেলে। তারা বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল রাতে বাজার করতে বাসার কাছের দোকানে গিয়েছিল সাকিব। এ সময় কয়েকজন যুবক তাকে ধরে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্তবস্থায় সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসক। তবে এ হামলার সঠিক কোন কারণ জানাতে পারেনি পরিবারের সদস্যরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ছুরিকাঘাতে সাকিবের মৃত্যু হয়। সোমবার মধ্য রাতে সাইফুল আলম সাকিবকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, হত্যাকান্ডের পর মনির হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়। নিহতের পরিবারের ভাষ্যমতে এ ঘটনায় আরো দুজন জড়িত। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক ধারনা মতে পুর্ব শত্রুতার জেরে খুনের ঘটনাটি সংঘঠিত হয় জানালেও কি নিয়ে বিরোধ ছিল তার সঠিক কারণ এখনো অনুসন্ধান করতে পারেনি পুলিশ।
এবিএন/ রাজীব সেন প্রিন্স/জসিম/নির্ঝর