
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) , ০৩ এপ্রিল, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) উদ্যোগে আজ সান্তাল আদিবাসি শিশুদের সান্তালি বর্ণমালায় মাতৃভাষা শিক্ষা ব্যাবস্থা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আদিবাসি পরিষদের সভাপতি গোপাল মূর্মু সুর্গার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, বিশেষ অতিথি প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, অদিবাসি নেতা কবিরাজ মূর্মু সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন সভাপতি রুবেল সরেন, সম্পাদক ইরপিনা কিসকু ।
এবিএন/মোঃ মোবারক আলী/জসিম/নির্ঝর