
ঠাকুরগাঁও, ০৩ এপ্রিল, এবিনিউজ : ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত হওয়ার ঘটনায় জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহররে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার ফারহাত আহমেদ এ ঘটনায় সাংবাদিকদের সাথে জরুরী প্রেস ব্রিফিং করে।
পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে জানান, একটি পাগলু গাড়িতে ডাকাতেরা ওই দিন বালিয়ডাঙ্গীতে দবিরুল ইসলামের বাড়িতে যায়। পরবর্তিতে পুলিশের কাছে পাগলুর ড্রাইভার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গার্ডপাড়া গ্রামের সাসপেসুর এর ছেলে ইমরান (৩৫) জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
পরবর্তিতে ডিবি পুলিশ ডাকাতিকৃত স্বর্ন ক্রয়কারী স্বর্ণকার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ফেলানপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে রিয়াজুল ইসলামকে (৬০) জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে রিয়াজুল ইসলাম স্বর্ন ক্রয়ের বিষয়টি স্বীকার করে।
তিনি লিখিত বক্তব্যে বলেন, গত সোমবার রাতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সোর্স মারফত জানতে পারেন ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে ডাকাতরা অবস্থান করছে। পরে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালন করেন।
এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা পুলিশের উপর গুড়ি ছুড়ে পালাতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ডাকাতদের একজন সদস্য (আনুমানিক ৩০ বছর) গুলিবিদ্ধ অবস্থায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে ডিবির সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মঙ্গলবার ভোর ৪.১০ মিনিটে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতের পরিচয় হাসপাতাল কর্র্তৃপক্ষে ও পুলিশ জানাতে পারেনি।
গোলাগুলিতে ডিবি পুলিশের ৪ জন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ২টি রামদা ও ১টি হাসুয়া জব্দ করা হয়। পুলিশ জানায় ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ দিবাগত রাতে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গীর নিজ বাসায় দুধর্ষ ডাকাতি সংগঘটিত হয়। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্নলংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন তার ভাই আলহাজ্ব মোহাম্মদ আলী বাদি হয়ে বালিয়াডাঙ্গী থানায় ডাকাতি মামলা করেন।
পরবর্তিতে চাঞ্চল্যকর হিসেবে মামলাটি ঠাকুরগাঁও ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ দ্রুততার সাথে মামলাটির রহস্য উদঘাটন করে মালামাল উদ্ধার করে এবং ৫ জন ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালগাড়ী গ্রামের মৃত শরৎ চন্দ্রের ছেলে কমল (৬০), দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিসার গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৪৭), বীরগঞ্জ উপজেলার জগদল গ্রামের মৃত শামসুল হকের ছেলে সাবেদুর ওরফে সাবেদ (৩৬), চিরিরবন্দর উপজেলার বিন্নাকুরী গ্রামের শামসুল হকের ছেলে মামুনুর রশিদ (৩০), বোচাগঞ্জ উপজেলার ফুটকিবাড়ী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে রুবেল ইসলাম (২৬)।
এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি