![কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/kaligonj-accident_133509.jpg)
কলিগঞ্জ, ০৩ এপ্রিল, এবিনিউজ : দ্রুতগামী মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা-শ্যামনগর সড়কের পিরোজপুর কাটাখালি নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্যামনগর থেকে কালিগঞ্জ গামী ও কালিগঞ্জ থেকে শ্যামনগর গামী দুইটি দ্রুতগামী মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামে মফিজ উদ্দীনের পুত্র আব্দুল মান্নান সরদার (৫০) ও সোনাতলা গ্রামের আজগর আলীর পুত্র নুর হোসেন (৩২) ঘটনা স্থানেই নিহত হয় এবং মটরসাইকেলে থাকা তুহিন ও শান্ত গুরুতর আহত হয়।
কালিগঞ্জ থানার ইমরান মেহেদী জানান, নিহতদের লাশ উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখ হয়েছে আর আহতদের চিকিৎসা চলছে।
এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর