![আড়াইহাজারে কলেজ ছাত্রের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/araiahzar--selim_133511.jpg)
আড়াইহাজার, ০৩ এপ্রিল, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে কলেজ ছাত্র সেলিম নিখোঁজের দুইদিন পর আজ মঙ্গলবার লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার জালালের ছেলে এবং আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
খাগকান্দা নৌ-ফাঁড়ির পুলিশ কালাপাহাড়িয়া ইউনিয়নের সোঁনাকান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে। খাগকান্দা নৌ-ফাঁড়ির ইনর্চাজ আনোয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রঙ্গত রোববার চাঁদপুরের বেলতলির লেংটা পাগলার মাজারে অনুষ্ঠিত বার্ষরিক ওরশ শরীফ থেকে ফিরার সময় মেঘনা নদীতে টেঁটিয়া এলাকায় ট্রলার থেকে সে ছঁটকে পড়ে যায়। পরে আড়াইহাজার ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ও ডুবরি দলের সদস্যরা দুই ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়েও সেলিমের সন্ধ্যান মেলাতে পারেনি।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/নির্ঝর