
টাঙ্গাইল, ০৩ এপ্রিল, এবিনিউজ : এইচ এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন টাঙ্গাইল সিপিসি-৩ র্যাবের কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম।
আজ মঙ্গলবার সকালে মেজর রবিউল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শহরের কুমুদিনী সরকারি কলেজে প্রথম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এর পর শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান উপস্থিত ছিলেন। শেষে সরকারি এম এম আলী কলেজের কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার আচার্য্য উপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র অভিভাবকদের উদ্দেশ্য র্যাবের কোম্পানি কমান্ডার বলেন, প্রশ্নপত্র ফাঁস ও নকলমুক্ত করতে র্যাবের এ বিশেষ পরিদর্শন। অভিভাবকরা কারো পরোচনায় ও কথায় উদ্বিগ্ন হবেন না। সারা দেশে এবার শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে র্যাবের এ বিশেষ অভিযান। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আপনারা সন্তানদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে ছাত্রদের মনোবল বাড়াবেন, যাতে তারা নির্বিগ্নে পরীক্ষা দিতে পারে। আর প্রশ্নপত্র ফাঁসের সাথে কোন ব্যাক্তি বা মহল জড়িত থাকলে র্যাবকে জানানোর জন্য আহবান জানান।
এবিএন/তারেক আহমেদ/জসিম/নির্ঝর