![‘দুর্ঘটনা প্রতিরোধে সকলকে এক সাথে কাজ করতে হবে’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/abnews-24_133522.jpg)
গাইবান্ধা, ০৩ এপ্রিল, এবিনিউজ : একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। শুধু আইন দিয়ে নয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। আঞ্চলিক সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে মালিক শ্রমিকসহ সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা মোড়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে লিফলেট বিতরণ কালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যা-আল-ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান, বেলাল হোসেন ও সার্জেন্ট আযম খান ছাড়াও মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা