শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘দুর্ঘটনা প্রতিরোধে সকলকে এক সাথে কাজ করতে হবে’
গাইবান্ধার নবাগত পুলিশ সুপার

‘দুর্ঘটনা প্রতিরোধে সকলকে এক সাথে কাজ করতে হবে’

‘দুর্ঘটনা প্রতিরোধে সকলকে এক সাথে কাজ করতে হবে’

গাইবান্ধা, ০৩ এপ্রিল, এবিনিউজ : একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। শুধু আইন দিয়ে নয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। আঞ্চলিক সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে মালিক শ্রমিকসহ সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে কাজ করছে গাইবান্ধা জেলা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা মোড়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে লিফলেট বিতরণ কালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যা-আল-ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান, বেলাল হোসেন ও সার্জেন্ট আযম খান ছাড়াও মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত