শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

লক্ষ্মীপুর, ০৩ এপ্রিল, এবিনিউজ : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে লক্ষ্মীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।

এসময় সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান ছুট্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. হাছিবুর রহমান হাছিব, যুগ্ম সাধারণ সম্পাদক এড. হারুনুর রশিদ বেপারী, সদর থানা (পশ্চিম) বিএনপির আহবায়ক সোহেল চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ওহিদ চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুল পাটোয়ারী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর থানা যুবদলের সভাপতি কিরন পাটোয়ারী, সদর থানা (পশ্চিম) যুবদলের আহবায়ক মিলন হোসেন, যুগ্ম আহবায়ক মালেক মেম্বার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বুলু, পৌর যুবদল নেতা মামুন প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে তীব্র থেকে তীব্র আন্দোলন করে দেশনেত্রীকে মুক্ত করে আনবে। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এবিএন/অ.আ.আবীর আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত