শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

‘প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে’

‘প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে’

বোয়ালখালী (চট্টগ্রাম), ০৩ এপ্রিল, এবিনিউজ : প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। প্রশ্নফাঁসের আশায় বসে থাকলে ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। তিনি আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালীতে গোমদ-ী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রজীবন বিলাসিতার জীবন নয়, প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে লেখাপড়া করতে হবে। কস্টের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে অসংখ্য ঋষি-মনিষি হয়েছেন। শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠদানে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহবান জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। মোবাইলে অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনরাত অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। পড়ালেখা মনোযোগী হতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোওয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডর ভারপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক আবুল মনছূর ভূঁঞা,

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফোরকান এলাহি অনুপম, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দক্ষিনজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, পৌর প্যানেল মেয়র এস.এম মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম।

এবিএন/রাজু দে/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত