সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে অষ্টাদশী ৪ বৃদ্ধের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

সিরাজগঞ্জে অষ্টাদশী ৪ বৃদ্ধের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

সিরাজগঞ্জে অষ্টাদশী ৪ বৃদ্ধের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

সিরাজগঞ্জ, ০৩ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ইচলাদিগর গ্রামের অষ্টাদশী ৪ বৃদ্ধের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। পরিসংখ্যান অফিস কার্যালয় সূত্রে জানা যায়, উক্ত ইউনিয়নের ইচলাদিগর গ্রামের মৃত হারান প্রামানিকের ছেলে আছের আলী প্রামানিক (৯০), তার জন্ম তারিখ ১০/১০/১৯২৭ ইং, একই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে রমজান আলী (৮১), জন্ম তারিখ ১০/০৩/১৯৩৭ ইং, একই গ্রামের মৃত ফেদু মোল্লার ছেলে কুরমান আলী মোল্লা (৮১), তার জন্ম তারিখ ০৮/০৮/১৯৩৭ ইং ও একই গ্রামের মৃত ক্ষীরোদ মোহন চক্রবর্তীর ছেলে শ্রী অতুল কৃষ্ণ চক্রবর্তী (৭০), তার জন্ম তারিখ ০২/১০/১৯৪৮ ইং। সহায় সম্বলহীন ৪ এ বৃদ্ধের দিন কাটে অর্ধাহারে-অনাহারে ও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করলেও তাঁদের ভাগ্যে এখনও জোটেনি বয়স্ক ভাতার কার্ড।

পরিসংখ্যান অফিসের দেয়া তথ্য মতে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১ বছর ৬ মাস হলেও ৮১/৯০ বছর বছর পেড়িয়ে গেলেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড। গড় আয়ু অনুপাতে আর কত বছর বয়স হলে এদের ভাগ্যে এ ভাতা মিলবে। এ উপজেলায় ইতিপূর্বে ৪০/৪৫ বছর বয়স্কদেরও টাকার বিনিময়ে বয়স্ক ভাতার কার্ড প্রদান করেছে একটি প্রভাবশালী মহল। অসহায় এ ৪ বৃদ্ধ বলেন, বাবা আমাগোরে টেকাও নাই, কার্ডও নাই। এ বিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসার আমিরুল আলম বলেন, উল্লেখিত বয়সের ৪ বৃদ্ধ বয়স্ক ভাতা না পাওয়ায় তিনিও দুঃখ প্রকাশ করেন। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

এ বিষয়ে ঘুড়কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করে পাওয়া যায়নি। রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. আখতার ইকবাল বলেন, বিষয়টি একেবারেই দুঃখজনক। তবে এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত