সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে সমবায় সমিতির নির্বাচন নিয়ে ধুম্রজাল

সিরাজগঞ্জে সমবায় সমিতির নির্বাচন নিয়ে ধুম্রজাল

সিরাজগঞ্জে সমবায় সমিতির নির্বাচন নিয়ে ধুম্রজাল

সিরাজগঞ্জ, ০৩ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমবায় সমিতির নির্বাচন নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সমিতির সদস্যরা স্বচ্ছ ভোটার তালিকা তৈরী, এডহক কমিটি গঠন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়েছেন। গত ২৯ মার্চ সমবায় আইন ও বিধিমালার নিয়ম মোতাবেক সমিতিতে ভোটার তালিকা প্রস্তুতপূর্বক নির্বাচনের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠনের জন্য চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমবায় সমিতির সদস্য মোঃ জাহিদুল ইসলাম সেখ ও আবু আহাদ সরকারসহ অনেকের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সিরাজগঞ্জ জেলা সমবায় অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উক্ত বাজার আদর্শ বণিক সমবায় সমিতি (রেজিঃ নং-৩৯) এর নির্বাচন ২০১৫ সালের ২০ মার্চ নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ১৯ মার্চ কমিটির মেয়াদ শেষ হলেও সমিতিতে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অথচ ২০ মার্চ নির্বাচিত ম্যানেজিং কমিটি সমবায় আইন ও নিয়মাবলী উপক্ষো করে তাদের মনগড়া লোকজন দিয়ে একটি অবৈধ কমিটি গঠনের চেষ্টা করেন। যা সমবায় আইন ও নিয়মাবলী পরিপন্থী।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নূরুজ্জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের অনুলিপির কপি পেয়েছি। সুষ্ঠু নির্বাচন করতে সমবায় আইনে যেগুলো প্রক্রিয়া আছে আমরা সেই আইনী প্রক্রিয়াগুলো ওই সমিতি সভাপতি-সাধারণ সম্পাদককে অবগত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত