![ফুলবাড়ী সীমান্তে বি.এস.এফের টিনের বেড়া নির্মাণের চেষ্টা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/abnews-24.bbbbbbbbb_133532.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ০৩ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে খলিশা কোটাল ভারতীয় করলা ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো লাইনে রাস্তায় ঢেউ টিনের তিন ফিট চওড়া করে বেড়া দিয়েছেন।
সীমান্তবাসী সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ওই সীমান্তে আন্তজার্তিক মেইন পিলার নং ৯৩৪ এর সাব পিলার ৩ নং পাশ থেকে কুর্শাহাট টু দিনহাটা রোডে প্রায় ৫০ গজ জায়গা ঢেউ টিনের বেড়া দিয়েছেন বিএসএফ। পরে বিজিবির হস্তক্ষেপে বিএস এফ বেড়া দিতে ব্যর্থ হয়।
এ ব্যাপারে বালারহাট ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম জানান, আমরা বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তারা টিনের বেড়া নির্মাণ করেছেন। কিন্তু আমরা বলার পরে তারা টিনের বেড়া দেয়ার কাজ বন্ধ করে দেয়।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা