![গোবিন্দগঞ্জে পুলিশ সুপারের লিফলেট বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/abnews-24.bbbbbbbbbb_133535.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ), ০৩ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জন সচেতনতায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের লিফলেট বিতরণ ও সাংবাদিকদের সাথে মত বিনিময়। আজ মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার চৌমাথা থানা মোড়ে ট্র্যাফিক সপ্তাহ উপলক্ষে জন সচেতনতায় লিফলেট বিতরণ করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্ল্যাহ আল ফারুক, সিনিয়র এএসপি (সি-সার্কেল) রেজিনুর রহমান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, গোবিন্দগঞ্জ থানার ট্রাফিক ইন্সপেক্টর (টি আই ) মিজানুর রহমান, পলাশবাড়ী থানার ট্র্যাফিক ইন্সপেক্টর আতাউর রহমান ,গোবিন্দগঞ্জের প্রিন্ট ও ইলিট্রিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।
জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বলেন, ট্র্যাফিক সপ্তাহ উপলক্ষে পরিবহণ মালিক শ্রমিক তথা সংশ্লিষ্ঠদের প্রতি দৃষ্টি আকর্ষনে ও জন সচেতনতায় এই প্রচারভিযানে লিফলেট বিতরণ। মহাসড়কে, ট্রাক্টর, নছিমন, করিমন,ভটভটি, চাঁদের গাড়ী, ইজিবাইক বা অটো রিক্য্রা, রিক্সাভ্যান ইত্যাদি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই মালিক শ্রমিক তথা সংশ্লিষ্টদের সাথে সৌহৃাদ পূর্ণ সম্পর্কের মাধ্যমে এসব বন্ধে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
সেই সাথে পরিবহনের সকল চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার। শেষে গোবিন্দগঞ্জ উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের সাথে থানায় এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সাংবাদিকদের লেখনির মাধ্যমে সকল সমস্যা তুলে ধরা ও আলোচনার মাধ্যমে নিরসন করার উপর গুরুত্বারোপ করেন।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা